রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়ার পদ্মা নদীতে একটি যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়ীয়া থেকে ট্রলারটি ২০ জন যাত্রী নিয়ে সাদার চরে যাওয়া পথে প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় পুলিশ প্রশাসন ও জনগণ অংশ নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলারটি রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়া থেকে সাদার চর যাবার জন্য রওনা দিলে কিছুদূর যাবার পর প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা অনেকে সাঁতরে আশপাশে থাকা ডিঙ্গি নৌকায় উঠলেও এখন পর্যন্ত ৫ জন যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন কালুখালী থানা পুলিশের ওসি নূরে আলম ফকির।
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-২৩