সিরাজগঞ্জের এনায়েতপুর থানার স্থলচর এলাকায় বন্যার পানিতে ডুবে রাজিয়া খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত শিশু রাজিয়া ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল হাসান বিশ্বাস জানান, আজ দুপুরের দিকে বাড়ির পাশে খেলা করছিল রাজিয়া। খেলতে খেলতে বন্যার পানিতে নামে। এক পর্যায়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। বিকেল ৪টার দিকে বন্যার পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ০৫ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন