পার্বত্য ভূমি আইন সংশোধনী ২০১৬ বাতিলের দাবিতে বাঙ্গালী ছাত্র পরিষদ বুধবার (১০ আগস্ট) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতালের সমর্থনে মঙ্গলবার পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শাপলা চত্বরে এসে এক সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা ও পৌর কাউন্সিলর মাসুম রানা। বক্তারা হরতাল পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ