মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ছিটুখারকান্দি গ্রামে পানিতে ডুবে ইমন (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একটি খালের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ছিটুখারকান্দি গ্রামের মো. ইলিয়াছ তালুকদারের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র ইমন দুপুরের দিকে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যায় বাড়ির পাশের খালে ডুবন্ত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। শিশুটি বাড়ির পাশে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ