চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দু'টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের আমতলা গ্রামের আশিমুদ্দিনের ছেলে কাবিল ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার চরসশুয়া গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে আসাদুল ইসলাম।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অস্ত্র কেনা-বেচার সময় শিবগঞ্জ পৌরসভার লাকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ