কুমিল্লার চৌদ্দগ্রামে পাঁচ মাসেও সন্ধান মেলেনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল মুন্নাফের ছেলে মেহেদী হাসান ইফতির(১৫)। দীর্ঘ দিন পার হয়ে গেলেও ছেলেকে না পেয়ে পরিবারের লোকজনের কান্না এখন আর থামছে না।
জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের পুলিশের অবসরপ্রাপ্ত এএসআই আবদুল মুন্নাফের দ্বিতীয় ছেলে মেহেদী হাসান ইফতি স্থানীয় একটি মাদরাসায় হিফজ বিভাগে পড়তো।
চলতি বছরের গত ১১ মার্চ শুক্রবার দুপুরে মায়ের সাথে তার মাদ্রাসায় যাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে অভিমান করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে তার পিতা চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৫৩৫) করেছেন।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৬/মাহবুব