দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ৬৫ লাখ টাকা মূল্যের আমদানী নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। বুধবার ভোর ৫টার দিকে হাকিমপুর উপজেলার দলারদরগা এলাকা হতে ওই ট্যবলেট জব্দ করা হয়।
বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে হাকিমপুরের দলারদরগা এলাকা দিয়ে একদল চোরাকারবারী মোটরসাইকেল যোগে অবৈধ পণ্য নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেল থেকে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট ৩ লাখ ১৮ হাজার পিস ও সেটম্যাক্স ট্যাবলেট ৪ হাজার ৮শ' পিস জব্দ করেন। যার অনুমানিক মূল্য ৬৪ লাখ ৫৬ হাজার টাকা বলে বিজিবি জানায়।
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধ অভিযান আমাদের অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/১০ আগস্ট ২০১৬/হিমেল-১৩