পদ্মা নদী উত্তাল থাকায় মাওয়ার সাথে নদীর দক্ষিণ পাড়ের তিনটি ঘাটের লঞ্চ,স্প্রীড বোড চলাচল বন্ধ করা হয়েছে। ৮টি ডাম্ব ফেরী চলাচলও বন্ধ করা হয়েছে। বুধবার সকাল থেকে নৌযান গুলোকে চলাচল না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, সকাল থেকে পদ্মা নদী বেশ উত্তাল। নদীতে স্রোতও বেশি। এ কারণে মাওয়ার সাথে কাওরাকান্দি, কাঠালবাড়ি ও মঙ্গলমাঝি ঘাটের নৌপথে লঞ্চ, স্প্রীড বোড চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। ৮টি ডাম্ব ফেরী চলাচল বন্ধ করা হয়েছে। ৪টি রোরো ও ৪টি কে টাইপের ফেরি দিয়ে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার করা হচ্ছে। এমন পরিস্তিতির কারণে এ মুর্হুতে পন্যবাহী গাড়ি পারাপার করা সম্ভব হচ্ছে না। সকাল ১১টার দিকে কাওরাকান্দি ঘাটে প্রায় পাঁচ শতাধিক পন্যবাহী ট্রাক পারপারের অপেক্ষায় রয়েছে।
ডুবোচর ও নদী উত্তাল থাকায় ফেরিগুলোকে ঘাটে পৌঁছতে দীর্ঘ সময় লাগছে। আগে একটি ফেরি নদী পার হতে এক ঘন্টা ১৫ মিনিট সময় লাগত। এখন একটি ফেরির নদী পার হতে দুই ঘন্টা ১৫ মিনিট সময় লাগছে।
লঞ্চ মালিক সমিতির মঙ্গল মাঝি ঘাটের ব্যবস্থাপক মোকলেছ মাদবর বলেন, মাওয়ার সাথে এ পারের তিনটি ঘাটে প্রতিদিন ৮৭টি লঞ্চ ও ছয় শতাধীক স্প্রীড বোড চলাচল করে। বুধবার সকাল থেকে নৌযান গুলো বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। চারটি ঘাটে হাজার হাজার যাত্রী আটকা পরেছে।
বিডি প্রতিদিন/১০ আগস্ট ২০১৬/হিমেল-১৫