দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে স্বরস্বতী রানী (৪৫) এবং মেয়ে ফাল্গুনী রানী (১৫)’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রেলগেটের ৩৬৪/২ পিলার এলাকা হতে তাদের লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে পুলিশ।
মৃত স্বরস্বতী রাণী ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী এবং তার মেয়ে ফাল্গুনী রানী আদর্শ কলেজপাড়া কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।
পার্বতীপুর রেলওয়ে এসআই মোঃ আনিছুর রহমান জানান, স্থানীয়রা মঙ্গলবার রাত ৭টায় ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রেলগেটের ৩৬৪/২ পিলার এলাকায় ট্রেনে কাটা পড়া দুই নারীর মৃতদেহ দেখতে পায়। পরে তারা রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ রাত সাড়ে ১২টায় লাশ উদ্ধার করে। রাতে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করলে মৃত দুই নারী মা ও মেয়ে বলে জানা যায়। পারিবারিক কোন্দলের জের ধরে মা ও মেয়ে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পার্বতীপুর রেলওয়ে ভারপ্রাপ্ত ওসি মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ আগস্ট ২০১৬/হিমেল-১৯