টাঙ্গাইলে শুরু হয়েছে সেরা বক্সিং প্রতিভা অন্বেষন কর্মসূচি। আজ সকালে টাঙ্গাইল স্টেডিয়াম মিলনায়তনে ১০ দিনব্যাপী বক্সিং প্রশিক্ষণ ও বাছাই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আনোয়ান হোসেন।
এ কর্মসূচির মাধ্যমে ১০ দিনব্যাপী জেলা ও উপজেলার শিক্ষার্থীদের সঠিক ট্রেনিং দিয়ে বাছাই করে জাতীয় খেলায় অংশ গ্রহণকারী হিসেবে তৈরি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসান ফিরোজ, বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের প্রশিক্ষক আশরাফ উদ্দিন, সাংবাদিক হাবিব খান ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/১০ আগস্ট ২০১৬/হিমেল-২০