রাজশাহীর বাগমারায় বাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন।
রবিবার দুপুরে উপজেলার চিকাবাড়ি গ্রামের একটি দীঘি থেকে উদ্ধার করা হয় বলে জানান বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন।
তিনি বলেন, রবিবার সকাল ১০টার দিকে চিকাবাড়ি গ্রামের একটি দীঘিতে বাহার আলীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বাগামারা থানায় খবর দেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এছাড়া নিহতের শরীরে কোনো আঘাতেরও চিহ্নও পাওয়া যায়নি। তবে হত্যার কারণে জানতে তার মরদেহের ময়না তদন্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব