নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইভটিজিংয়ের দায়ে নুরুল ইসলাম (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম উপজেলার ঠাকুরবাড়িটেক এলাকার আলী উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, ঠাকুরবাড়িরটেক এলাকার ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে যুবক নুরুল ইসলাম। পরে ওই স্কুল শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নুরুল ইসলামকে আটক করে পুলিশ। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব