চাঁপাইনবাবগঞ্জে পাউডার মিশিয়ে ভেজাল দই তৈরী করার দায়ে তিন জনকে দেড়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকালে সদর উপজেলার নসিপুর গ্রামের দই উৎপাদনকারি নিতাই চন্দ্র ঘোষ, জগদিশ চন্দ্র ঘোষ ও দুলাল চন্দ্র ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টায় নসিপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ক্ষতিকারক পাউডার মিশিয়ে দই তৈরী করার অপরাধে নিতাই চন্দ্র ঘোষ, জগদিশ চন্দ্র ঘোষ ও দুলাল চন্দ্র ঘোষকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা করে মোট দেড়লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি নূর এ আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার