হঠাৎ করে দিনাজপুরের পার্বতীপুরে আবির্ভাব ঘটেছে কালো মুখ ও লম্বা লেজ ওয়ালা এক হনুমানের। গ্রামে গ্রামে ঘুরছে হনুমানটি।
বুধবার হনুমানটির দেখা মেলে বড়পুকুরিয়া কয়লা খনির আবাসিক কোয়াটারের ছাদের ওপর। হনুমানটিকে দেখতে তার পিছু নিয়েছে এলাকার শতশত নারী-পুরুষ-শিশুরা। অনেকেই তাকে খেতে দিচ্ছেন কলা, রুটি, বিস্কুট, আপেলসহ বিভিন্ন ফলমুল। লোকজনের ভীড় কমলে ফলমুল খেয়ে সে আবার ঘরের ছাদে বা গাছে উঠে পড়ছে।
দর্শনার্থী মালা রানী জানান, হনুমানটিকে কেউ ঢিল ছুড়লে কিংবা মারার চেষ্টা করলে সে অনেকটা মানুষের মতো দু’হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করছে।
স্থানীয়রা জানান, হনুমানটিকে আটক করে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া না হলে উৎসুক দর্শানার্থীদের হাতে যে কোন মুহুর্তে তার প্রাণহানির আশংকা রয়েছে।
পার্বতীপুরে বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা রঞ্জিবুল আমিন জানান, বড়পুকুরিয়া খনি এলাকায় একটি কালোমুখ হনুমানের বিচরণের খবর পেয়েছি। কিন্তু হনুমানটিকে আটক করার মতো কোন ব্যবস্থা না থাকায় সেটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে হনুমানটির গতিবিধির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন