বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে বাবার সাথে মাছ ধরতে গিয়ে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে মোদাচ্ছের খান (১৬) নামে দশম শ্রেণির স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। এ দুর্ঘটনায় মোদাচ্ছেরের বাবা সালাম খান ও প্রতিবেশী জাহিদুল আহত হয়। আজ ভোর রাতে এই দুর্ঘটনার পর দুপুর ২টা পর্যন্ত মোদাচ্ছেরের কোন সন্ধান পাওয়া যায়নি।
মুলাদী থানার এসআই ফারুক হোসেন জানান, শফিপুর এলাকার সালাম খান, তার ছেলে মোদাচ্ছের ও প্রতিবেশী জাহিদুলকে নিয়ে নৌকায় করে জয়ন্তী নদীতে মাছ ধরছিলো। ভোররাতে তাদের নৌকাটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে পিরোজপুরগামী একটি লঞ্চ। এ সময় নৌকাটি ডুবে যায় এবং মোদাচ্ছের নদীতে সিটকে পড়ে নিখোঁজ হয়। এ দুর্ঘটনার পর থেকে ঘাতক লঞ্চটিকে চিহ্নিত করার পাশাপাশি নিখোঁজ মোদাচ্ছেরের সন্ধানে নদীতে তল্লাশী চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার