রানী স্বর্ণময়ীর তোপকামানের শব্দে স্থানীয় লোকজনের কান বন্ধ করতে হতো। ধারণা করা হয়, কান+সাট (বন্ধ) থেকে 'কানসাট' নামের উৎপত্তি হয়েছে। অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, প্রাচীনকালে এখানে কংসহাট্টা নামক রাজার বাড়ি ছিল বলে তার নামানুসারেই স্থানটির নাম হয় কানসাট। রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে কানসাটের সেই জমিদার বাড়ি।
জানা যায়, তৎকালীন কানসাটের জমিদারদের আদিপুরুষ প্রথমত বগুড়া জেলার কড়ইঝাকৈর গ্রামে বসতি স্থাপন করে। কিন্তু দস্যু সরদার পণ্ডিতের অত্যাচারে তারা ময়মনসিংহ জেলার মুক্তাগাছাতে স্থানান্তরিত হন। পরে তারা চাঁপাইনবাবগঞ্জের কানসাটে এসে স্থায়ী বসবাস শুরু করেন।
বর্তমানে জমিদারি প্রথা না থাকলেও আজও অক্ষত রয়েছে জমিদার বাড়িটি। তবে রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন লতাপাতা গজিয়ে উঠেছে বাড়ির চারপাশে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৬/ফারজানা