টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, মির্জাপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তি সাহা, সাবেক ইউপি সদস্য মো. রবিউল আলম, সমাজসেবক মো. মাসুম মিয়াসহ প্রমূখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার