মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোরাদ হোসেনের ওপর হামলার বিচার দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে। মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীরা কলেজের সামনে মানববন্ধন করে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন হয়।
গত মঙ্গলবার দুপুরে কলেজ থেকে ফেরার পথে মুজিবনগর সরকারি কলেজের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের ওপর হামলা চালায় মেহেরপুর জজ কোর্টের আইনজীবী গাংনীর শাহীনুর রহমান ও তার সহযোগীরা।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ আফরোজ