নোয়াখালীর হাতিয়া উপজেলায় অজ্ঞাত (২৩) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ওই উপজেলার চেয়ারম্যান ঘাটের মেঘনা নদী থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ওসি গোলাম ফারুক জানায়, হাতিয়ার চেয়ারম্যান ঘাট মেঘনা নদীর মোহনার পানিতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন