নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল মালেক (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার পশ্চিম কালাদি এলাকা থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আহাম্মদ আলীর ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, পারিবারিক বিষয় নিয়ে আব্দুল মালেকের সঙ্গে তার স্ত্রী শান্তি বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এরপর অভিমানে নিয়ে আব্দুল মালেক বিষপানে আত্নহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার