সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আব্দুল লতিফ (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা ৩৬ টি গরুর মধ্যে ৪টি মারা গেছে।
নিহত আব্দুল লতিফ কিশোরগঞ্জের হোসেনপুর থানার নান্দানিয়া গ্রামের হারেজ উদ্দিনের ছেলে। শুক্রবার ভোররাতে বগুড়া- নগরবাড়ি মহাসড়কের দাথিয়া দিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ভোররাতে ঠাকুরগাঁও থেকে কিশোরগঞ্জগামী গরু বোঝাই একটি ট্রাক মহাসড়কের দাথিয়া দিঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আব্দুল লতিফ নামের এক গরু ব্যবসায়ী গুরুত্বর আহত হয় ও ঘটনাস্থলেই চারটি গরু মারা যায়। আহত গরু ব্যবসায়ী আব্দুল লতিফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকালে তিনি মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ