প্রতিষ্ঠার প্রায় একশ বছরেও অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার মহিষমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের। ফলে বাধ্য হয়ে পাঠদান চালাতে হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনটিতে। এতে করে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণের ভয় থাকলেও সেদিকে নজর দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল হামিদ আজগর ও প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ মন্ডল জানান, স্কুলের সবচেয়ে বড় সমস্যা হল ভবনটি নিয়ে। ভবনটির অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার