নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজার ব্যাপক আয়োজন শেষ হয়েছে। আজ থেকে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে দেবীদুর্গার ৭১ ফুট প্রতিমাসহ ১৫৮টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
জানা যায়, দেশের সবচেয়ে ব্যয়বহুল পূজা আয়োজনের প্রস্তুতি শেষ করেছে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর ৯টি মন্ডপে। বিজয়া সার্বজনীন দুর্গা মন্ডপের ২০ বছর পূর্তি উপলক্ষে ৭১ ফুট দেবীদুর্গার প্রতিমা তৈরি করা হয়েছে সেখানে। এতে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যায় হয়েছে।
বিজয়া সার্বজনীন দুর্গা মন্ডপের সভাপতি দিলীপ কর্মকার জানান, ৩৫ লাখ টাকা ব্যয়ে ৭১ ফুট দীর্ঘ প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। বরাবরের মতো এবারও দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত অনুরাগী ও দর্শনার্থীর আগমন ঘটবে এ পূজা মন্ডপে। পূজা শেষ করার লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগীতা করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার