বগুড়ার কাহালুতে ডাকাতি ও হত্যা মামলার তিন আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কাহালুর আটঘরিয়া গ্রামের গোলাম মাস্তফা (৪০), বগুড়ার গাবতলীর কদমতলী গ্রামের মো. মন্টু (৩৫) ও শাহজাহানপুর উপজেলার চকদোলহাট গ্রামের বিপুল (৩০)।
বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় একদল লোককে দেখে সন্দেহ হলে টহল পুলিশ তাদের থামতে বলে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা জবাব দেয়। কিছুক্ষণ পর তিন ডাকাতের পায়ে গুলি লাগে এবং বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কাহালু থানার কনস্টেবল আহসানুল্লা করিম ও মমিনুল ইসলাম আহত হয়েছেন।
আটকদের বিরুদ্ধে বগুড়ার সারিয়াকান্দি, বগুড়া সদর, সিংড়া থানায় ডাকাতি ও হত্যা মামলা রয়েছে বলে গাজিউর রহমান জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ