সারা দেশের মত বরিশালেও শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা। পূজা উপলক্ষ্যে মন্ডপ গুলোর নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, আজ সকাল ৯টা ৪৯ মিনিটে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মন্দিরে মন্দিরে ঢাকের বাজনার পাশাপাশি চলছে ধর্মীয় গান। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নগরীর মন্দিরগুলোকে সাজানো হয়েছে নতুন ভাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার