লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে ডুবে যাওয়া আবু মুসা (৪৫) নামের কৃষকের লাশ দু'দিন পর উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার জামিরবাড়ী এলাকার তিস্তা নদীর তীর থেকে স্থানীয়রা লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার আতিকুল ইসলামসহ তিস্তার অপর পাড়ে জেগে উঠা চরে ঘাস কাটতে যায় কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের দক্ষিণ মুসরত গ্রামের দেলা মিয়ার ছেলে আবু মুসা। কাজ শেষে সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে কালিকাপুর এলাকায় তিস্তা নদীতে ডুবে যায় আবু মুসা। তার সঙ্গী আতিকুলসহ স্থানীয়রা অনেক খঁজলেও মুসার সন্ধান পাওয়া যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার সার্ভিসের ডুবরী দলও কৃষক আবু মুসার খুঁজতে গিয়ে ব্যর্থ হন। দু’দিন পরে ঘটনার তিন কিলোমিটার দুরে তিস্তায় লাশ দেখতে পেয়ে নিখোঁজ কৃষকের বাড়িতে খবর দেয় এলাকাবাসী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৬/ফারজানা