চলতি মৌসুমে লালমনিরহাট জেলায় ৮৪ হাজার ৮৪৮ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় ধান গাছও হয়েছে ভালো। তবে শুরুর দিকে ভালো থাকলেও মাঝামাঝি সময়ে এসে ধান গাছ খোল পঁচা রোগে আক্রান্ত হচ্ছে। প্রকার ওষুধ বা প্রাকৃতিক নিয়মেও এ রোগ থেকে ধান ক্ষেতকে রক্ষা করতে পারছেন না কৃষক।
জেলার ৮৫ ভাগ কৃষক এবার স্বর্ণা জাতের ধান চাষাবাদ করেছেন।আর এ ধানটিতেই এ রোগটির প্রার্দুভাব বেশি দেখা দিয়েছে। কৃষকরা জানান, অনেক অর্থ ব্যয় করে রাসায়নিক কীটনাশক দিয়ে কোন ফল পাচ্ছেন না। অনেকে ধার দেনা করে চাষাবাদ করেছেন। কিন্তু খোল পঁচা রোগে তাদের ধান ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে কোনো প্রকার পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন না তারা।
কৃষকদের অভিযোগ অস্বীকার করে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিধু ভূষণ রায় জানান, প্রাকৃতিক উপায়ে ভাইরাসজনিত এ রোগের হাত থেকে রক্ষার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৬/ফারজানা