‘উগ্রবাদের বিরুদ্ধে কবিতা’ শ্লোগানে শুক্রবার বগুড়ায় দু’দিন ব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে।দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবিরা এতে অংশ নেন। বগুড়া লেখক চক্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বেলা ১১টায় বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজতি কবি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি মাকিদ হায়দার। উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম। কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে লেখক চক্রের সংগঠকসহ সাংবাদিক, কবি, সাহিত্যক ও সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন।
কবি সম্মেলনের উদ্বোধন শেষে একটি আনন্দ পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সম্মেলনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কবি লেখকরা অংশ নেন। দুই দিনব্যাপী আয়োজনে রয়েছে আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, সেমিনার, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৬/ফারজানা