নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়া টুটুল (২৫) নামে এক প্রেমিক বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত ১২টায় ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকার এ ঘটনা ঘটে।
মৃত টুটুল ওই এলাকার মৃত মো. সালামের ছেলে।
প্রত্যাক্ষদর্শী সূতে জানা যায়, বেশ কিছুদিন আগে স্থানীয় এক ব্যক্তির মেয়ের সঙ্গে টুটুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় শুক্রবার অভিমান করে ইঁদুর মারার বিষ পান করেন টুটুল।
তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৬/হিমেল