ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসঅাই) সানাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে অাসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ওই দুই শিশু কাটা পড়ে নিহত হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৬ অক্টোবর ২০১৬/হিমেল