ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক, কথক, শিল্পীবৃন্দ প্রতিষ্ঠানের সহকারি পরিচালক জহুরুল আলম কর্তৃক অসম্মান ও নানা রকম হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেডিও এ্যানাউন্সার ক্লাব ও স্থানীয় শিল্পীবৃন্দ।
রবিবার বেলা ১২টায় ঠাকুরগাঁও সালন্দর বেতার কেন্দ্রের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, বেতারের শিল্পী ও সালন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, খাদেমুল ইসলাম, সালন্দর ইউপি বর্তমান চেয়ারম্যান মাহাবুর হোসেন মুকুল, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মো: হোসেন শান্তি, আওয়ামী লীগ নেতা জয় চৌধুরী, রেডিও এ্যানাউন্সার ক্লাবের সভাপতি এম রাজিউর ফারুক চৌধুরী রোমেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
বক্তারা এসময় বলেন, এ বেতার কেন্দ্রের সহকারি পরিচালক জহুরুল হকের অত্যাচারে অতিষ্ঠ শিল্পী কলাকৌসলীরা। অনুষ্ঠান না করে গুটি কয়েকজনকে নিয়ে ভুয়া বিল করে অর্থ আত্মসাতেরও অভিযোগ তোলেন বক্তারা। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত কর্মকর্তা সহকারী পরিচালক জহুরুল আলমকে দ্রুত অপসারণের দাবি জানান। পরে বাংলাদেশ বেতারের মহাপরিচালক বরাবরে স্বারক লিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/ ১৬ অক্টোবর ২০১৬/হিমেল