যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে পাচারের সময় ৩২ বস্তা নিম্নমানের চা পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ভোররাত ৪টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্ত মাঠ থেকে এসব চা পাতা উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা চা পাতার দাম ৮ লাখ টাকা। এগুলো বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৬ অক্টোবর ২০১৬/হিমেল