বগুড়ার ধুনট উপজেলায় হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সকাল ১১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়। আটকৃতরা হলো, উপজেলার মবুয়াখালী গ্রামের আব্দুস সামাদের ছেলে আলমগীর হোসেন (২৮), বড়বিলা গ্রামের বাজিতুল্লাহ প্রামাণিকের ছেলে মাসুদ রানা (৩৮) ও ধুনট সদরপাড়ার মহির উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩০)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ৩০ পুরিয়া হেরোইনসহ ওই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সকালে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার