খানজাহান আলী বিমানবন্দরের সম্প্রসারিত অংশ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাস্তুভিটা সংগ্রাম কমিটি। মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী খুলনা-মংলা মহাসড়কের ফয়লা বাসস্টান্ডে সড়ক অবরোধ করে অধিগ্রহণের শিকার স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তব্য দেন বাস্তুভিটা সংগ্রাম কমিটির আহবায়ক আলী আকবর সম্রাট, সদস্য সচিব দেলোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, শেখ মোদাচ্ছের আলী, আ. হালিম ফকির, অসীম পাল, রবিউজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, খানজাহান আলী বিমানবন্দর হলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি হবে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের দাবি, পূর্ণাঙ্গ বিমানবন্দরের জন্য সরকার যেন পূর্বের জায়গার উত্তর পাশ দিয়ে জমি অধিগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা পূর্বপাশ দিয়ে বাস্তুবাড়ি উচ্ছেদ ও নদী ভরাটের প্রতিবাদ জানান। মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৬/ফারজানা