জামালপুরের বকশীগঞ্জে জাহানারা বেগম (৪৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়া এলাকায় নিজ বসতঘরে ঝুলন্ত অবস্থায় জাহানারা বেগমের লাশ দেখতে পায় প্রতিবেশীরা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত জাহানারা বেগমের ছেলে আব্দুল আজিজ ও তার স্ত্রী শাহিদা বেগমকে আটক করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এ ঘটনার সত্যতা শিকার করেছেন।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৬/ফারজানা