ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইডিইবি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টায় জেলা আইডিইবি কার্যালয়ের সামেন প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল ইসলাম, আইডিইবি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, টিপিআইপি কোরায়শী খোরশেদ আলম, সদস্য প্রকৌশলী আবু সাঈদ প্রমুখ। পরে একটি র্যালি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার