শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের ডুবোচরে ফেরিতে আজ আটকা পড়েছিলেন নৌমন্ত্রী শাজাহান খান। তিন ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তার সাথে থাকা আওয়ামী লীগের নেতাদেরও উদ্ধার করা হয়।
বিআইডাব্লিউটিএ'র ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ১টার দিকে বিআইডাব্লিউটিএ'র উদ্ধারকারী টাগ বোট অগ্রজ ডুবোচরে আটকা পড়া রো রো ফেরি ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা নামের ফেরিটি উদ্ধার করে। পরে নৌমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফেরিটি কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে রওনা দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/12