ভাঙ্গাচুরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবিতে আজ চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কের উপর মানববন্ধন করেছে মালিক-শ্রমিকসহ সাধারণ মানুষ। সকাল সাড়ে ১০টার সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রেখে মানববন্ধন করা হয়।
আগামী ১৫দিনের মধ্যে ভাঙ্গচুরা মহাসড়ক সংস্কার করা না হলে ১৫দিন পর এর প্রতিবাদে জেলায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা দেন পরিবহণ মালিক-শ্রমিকরা। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক চলাচলের অনুপযোগি থাকলেও সড়ক বিভাগ তা সংস্কার বা মেরামত করছেনা। এতে করে ওইপথে চলাচলকারী যানবাহন অকেজো হয়ে পড়ছে। সেইসাথে যাত্রী সাধারণের দুর্ভোগ বাড়ছে।
এদিকে মহাসড়ক খুব দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা।
বিডি প্রতিদিন/এ মজুমদার