নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত থেকে আব্দুল মোমেনের (৫৫) গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় আজ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নিহতের চাচাতো ভাইয়ের ছেলে হযরত আলী ও আলমগীর নামে নিহতের এক প্রতিবেশী।
এদিকে মোমেনের সন্তানদের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাদের পিতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, সন্দেহজনক ভাবে দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার