সিরাজগঞ্জের সয়বাদের মুলিবাড়ী রেলক্রসিং কাছে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ ও যুবলীগের দু'নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, সদর উপজেলার সয়দাবাদ পূণর্বাসন এলাকার ফজর আলী মন্ডলের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের এবং মুলিবাড়ী চর এলাকার আব্দুল হামিদের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানান, কাদের ও করিম দুজন মোটর সাইকেলযোগে মুলবাড়ী রেলক্রসিংয়ের পাশে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান করিম। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান কাদের। বাসটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/16