দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদক ব্যবসায়ীর প্রত্যেকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ সকাল ১০ টার দিকে বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলম হোসেন এ রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার শতগ্রাম ইউপির কাশিমনগর পাবনাপাড়া গ্রামের জামাল উদ্দিন, শতগ্রাম ঘসিপাড়া গ্রামের মকবুল হোসেন, গড়ফতু গ্রামের হাবিবুর রহমান।
বীরগঞ্জ থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, মাদক বিরোধী অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামাল উদ্দিন, মকবুল হোসেন, হাবিবুর রহমান নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের আজ সকালে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালতের বিজ্ঞ বিচারক প্রত্যেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার