কক্সবাজারের টেকনাফ হ্নীলায় এক জেডিসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুরে হ্নীলা আলীখালী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে অপহরণকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, টেকনাফ হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার জেডিসি পরিক্ষার্থী রেশমি আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীকে গত সোমবার দুপুরে বাড়ি ফেরার পথে গতিরোধ করে জোরপূর্বক হ্নীলা রঙ্গীখালী লামার পাড়া এলাকার হাজী নূর আহাম্মদের ছেলে মো. হেলাল (২৪) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী একটি মাইক্রোবাসে তাকে উঠিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ ওসি আব্দুল মজিদ জানান, হ্নীলা মজিদিয়া মাদ্রাসার এক শিক্ষাথীকে অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একজনকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার