কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বোতল ভারতীয় মদসহ আটক মাদক ব্যবসায়ী আবদুল মমিনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত মমিন উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আবদুল হকের পুত্র।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান জানান, সোমবার রাতে সীমান্তবর্তী কালিকাপুর থেকে এক বোতল হুইস্কি ও এক বোতল বিয়ারসহ আবদুল মমিনকে (২৮) আটক করা হয়।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-০৩