নোয়াখালীর কোম্পানীগঞ্জ চর বালুয়ায় চাঁদার দাবিতে দস্যু বাহিনী কর্তৃক ৭ জনকে পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ১০৩ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্যে কোম্পানীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলার ২ নং আমলী আদাতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া এই আদেশ দেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এটিএম মহিব উল্লাহ জানান, ২০১৪ সালের ২৬ জুন কোম্পানীগঞ্জ উপজেলার চর বালুয়ায় জলদস্যু বাহিনী প্রধান মামুন ও তার সহযোগীরা চাঁদার দাবিতে ৭ ভূমিহীনকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনার পর নিহতদের পরিবারের সদস্যরা ভয়ে এলাকাছাড়া থাকায় এ ব্যপারে থানায় মামলা করতে পারেনি। এ ব্যাপারে গত ৩ নভেম্বর নিহত রাসেলের ভাই মো. হানিফ আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার আদালত বাদী-মো: হানিফর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের জন্যে কোম্পানীগঞ্জ থানাকে আদেশ দেন।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-০৭