নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় লড়ি চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধলামূল গাঁও ইউনিয়নের জামধলা বাজারের কাছে এ ঘটনা ঘটে। এতে ২ জন আহত হয়েছেন।
নিহত নারী পাখি আক্তার (২৩) জামধলা গ্রামের হারেছ মিয়ার কন্যা। এছাড়া নিহত হেলপার রুবেল মিয়ার (২৫) বাড়ী মানষউড়া।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বধলার ঢেউটুকুনস্থ আল্লাদ মিয়ার ইট ভাটা থেকে ইট বোঝাই লড়িটি (পাওয়ার টিলার) বেপরোয়া গতিতে জামধলা বাজারে যাওয়ার সময় জামধলা বাজারের সন্নিকটে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে যায়। এসময় লড়ির চাপায় মোটরসাইকেল আরোহী পাখি আক্তার ও লড়ি হেলপার রুবেল মিয়া ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকল চালক ও পাখির স্বামী শামীমসহ ২ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১৪