নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা থেকে ২টি পাইপগানসহ শাহাদাত হোসেন ভূঁইয়া ওরফে রয়েল (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ওই উপজেলার নান্দীয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড ১২ বোর শর্টগানের তাঁজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রয়েল ওই উপজেলার রুহুল আমিন নগর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, শাহাদাত হোসেন ভূঁইয়া ওরফে রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নান্দীয়াপাড়া বাজার এলাকা থেকে ২টি পাইপগান ও ২ রাউন্ড ১২ বোর শর্টগানের তাঁজা কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে সোনাইমুড়ী থানায় আরও একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর ২০১৬/হিমেল