গাজীপুরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ফেনসিডিল ও গাঁজাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- রাসেল (২৫), দিপু (১৪), মো: জসিম সরদার (২২) এবং সালাহ উদ্দিন (৩০)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতি করার প্রস্তুতিকালে টঙ্গীর পাগাড় এলাকা থেকে রাসেল ও দিপুকে আটক করা হয়। এসময় রাসেলের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। অভিযানকালে আটককৃতদের সঙ্গীরা পালিয়ে যায়।
এদিকে ওই দিন রাত পৌণে ১০টার দিকে গাঁজা বিক্রিকালে টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাজাসহ সালাহ উদ্দিনকে আটক করে পুলিশ।
এছাড়া মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের খাইলকৈর এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী থেকে আসা একটি পিকআপে পেপের বস্তায় বিশেষভাবে রক্ষিত ১৫৯ বোতল ফেনসিডিলসহ জসিমকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর ২০১৬/হিমেল