কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে বিজিবির একটি বিশেষ টহল দল মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার গোপন সংবাদে টেকনাফ নাফ নদী সীমান্তের ৫ নং সুইচ গেইট এলাকায় অবস্থান নেয়।
এসময় ইয়াবা পাচারকারীরা একটি প্যাকেট নিয়ে আসার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেটটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি'র সদস্যরা ইয়াবার প্যাকেটটি উদ্ধার করে ব্যাটলিয়ান সদরে নিয়ে এসে গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর ২০১৬/হিমেল