শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে দুই দিনব্যাপী প্রজেক্ট ফেয়ার শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ফলিত বিজ্ঞান অনুষদ ভবনের ৩য় তলায় ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এ প্রজেক্ট ফেয়ারের উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ প্রজেক্ট ফেয়ার চলবে।
বিভাগ সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রজেক্ট ফেয়ারে ছিল শিক্ষার্থীদের উদ্ভাবিত নতুন নতুন প্রজেক্ট। এখানে স্থান পেয়েছে বিভাগে সকল বর্ষের শিক্ষার্থীদের উদ্ভাবিত গবেষনা ও প্রজেক্ট। এ মেলার আয়োজনের মূল উদ্দেশ্য বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের রিসার্চ, থিসিস ও প্রজেক্ট সম্পের্কে বিশ্ববিদ্যালয় তথা দেশের সবাইকে অবহিত করা।
মেলা উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি শিক্ষার্থীদের স্টল গুলো ঘুরে দেখেন। এসময় প্রজেক্ট উপস্থাপক শিক্ষার্থীরা তাদের স্ব স্ব প্রজেক্টের কার্যবিবরণী তুলে ধরেন এবং কার্যকারিতা পরীক্ষা করে দেখান। উপাচার্য উদ্ভাবিত প্রজেক্ট গুলোর কর্মক্ষমতা স্বচোক্ষে দেখে শিক্ষার্থীদের ভূয়সি প্রশংসা করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক, বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানজারুল ইসলাম, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. নজিবুল হক, প্রজেক্ট ফেয়ারের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. শাহজাহান আলী, অধ্যাপক ড. মুনজুরুল হক, অধ্যাপক ড. আব্দুস ছোবহান, সহকারি অধ্যাপক আশরাফুন্নাহার হেনাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন