সিরাজগঞ্জের বেলকুচিতে যৌন হয়রানির অভিযোগে দুই যুবককে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার সূবর্ণসাড়া গ্রামের গোলাম শরিফ মণ্ডলের ছেলে তাজ উদ্দিন আহম্মেদ (২৫) ও একই এলাকার মৃত গোলাম মোস্তফার পুত্র রাশেদুজ্জামান (২৪)।
বুধবার দুপুরে পৌর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
বেলকুচি থানার উপ-সহকারী পরিদর্শক মুক্তার হাসান জানায়, আটককৃতরা আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে প্রায় সময়ই মেয়েদের যৌন হয়রানি করত। বুধবার দুপুরে ৪ জন দাঁড়িয়ে উত্যক্ত করছিল এমন সংবাদের ত্তিভিতে অভিযান চালানো হয়। এ সময় দুজন পালিয়ে গেলেও দুজন আটক করা হয়।